ফ্যাশন ব্র্যান্ড রাইজ তাদের যমুনা ফিউচার পার্কের শোরুমের তিন বছর পূর্তি উপলক্ষে ভিন্ন ধরনের এক জমকালো ফ্যাশন শোর আয়োজন করে শুক্রবার। যেহেতু তারা মূলত স্ট্রিট ফ্যাশন নিয়ে কাজ করে, তাই যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত ফ্যাশন শোটির কেন্দ্রেও ছিল স্ট্রিট ফ্যাশন।
‘অল মাস্কড আপ: স্ট্রিট ওয়্যার’ নামের শোটির পরিকল্পনা করেন প্রতিষ্ঠানের সিইও ফাহিম মোশাররফ। পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন তানজিলা তানভীন ও তাঁর দল। শোর কোরিওগ্রাফি করেন আজরা মাহমুদ।
এ সময় মঞ্চে আসেন কয়েকজন তারকা। ছিলেন মডেল আজিম–উদ্–দৌলা। সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত চলে এই ফ্যাশন শো। এখানে চলতি শীতের নতুন কালেকশনগুলো পরে র্যাম্পে হাঁটেন মডেলরা।
রাইজ ব্র্যান্ডের সিইও ফাহিম মোশাররফ বলেন, ‘একটি পোশাক মানুষের ব্যক্তিত্বের গল্প বলে। পোশাকের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে তারুণ্যের সেসব গল্প আরও স্পষ্ট করে তুলে ধরি। ঢাকা শিগগিরই একটি ফ্যাশন হাব (ফ্যাশন দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেমন ফ্রান্সের প্যারিস, ইতালির মিলান) হতে চলেছে। আমরা দেশের মানুষের পোশাকের প্রয়োজন মিটিয়ে নিয়মিত বিদেশেও রপ্তানি করছি। বাংলাদেশে ঐতিহ্যকে ধারণ করে পোশাকের ব্র্যান্ড রাইজ পোশাক ডিজাইন করে।’
যমুনা ফিউচার পার্কে আয়োজিত এই ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন নগদের চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলাইমান সুখন, প্রতিষ্ঠানটির সিইও ফাহিম মোশাররফ, মার্কেটিং এক্সিকিউটিভ সাব্বির আফনানসহ ব্র্যান্ডটির কর্মকর্তারা। আরও ছিলেন আমন্ত্রিত অতিথি আর সাধারণ দর্শক।
২০১৪ সালে রাইজ কাজ শুরু করে। ২০১৭ সালে প্রথম শোরুম প্রতিষ্ঠা করে। এই ব্র্যান্ডের ফেসবুক পেজে সাড়ে পাঁচ লাখ ফলোয়ার রয়েছে।