নাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও রেইস নেলসনের স্টপেজ টাইমের গোলে বোর্নমাউথকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। দিনের আগের ম্যাচেই নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু পরের ম্যাচেই জিতে পয়েন্ট ব্যবধান আবারো ৫-এ নিয়ে গেছে আর্সেনাল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৬২ মিনিট পর্যন্ত মিকেল আর্তেতার আর্সেনাল ২-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু গানার্সরা আরো একবার প্রমাণ করেছে চাপের মধ্যে থেকেও কিভাবে ফিরে আসা যায়। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশী। এটা দুর্দান্ত এক ম্যাচ ছিল। বিশেষ এই জয়ে আমরা এগিয়ে থাকলাম। জয়ের জন্য শেষ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’
ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডের মধ্যে তলানির দ্বিতীয় দল বোর্নমাউথকে এগিয়ে দেন ফিলিপ বিলিং। তখনও একবারও বল স্পর্শ করেনি আর্সেনাল। ২০১৯ সালে ওয়াটফোর্ডের বিরুদ্ধে ৭.৬৯ সেকেন্ডে গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড করেছিলেন শেন লং। কাল বিলিং করেছেন লিগের দ্বিতীয় দ্রুততম গোল। ৫৭ মিনিট কর্ণার থেকে মার্কোস সেনেসির ব্যবধান দ্বিগুন করেন।
ম্যাচের ৬২ মিনিটে এমিলে স্মিথ রোয়ের হেড থেকে বল পেয়ে আর্সেনালের হয়ে এক গোল পরিশোধ করেন থমাস পার্টে। ৭০ মিনিটে নেলসনের ক্রস থেকে বেন হোয়াইটের শক্তিশালী ফিনিশিংয়ে সমতায় ফেরে আর্সেনাল। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে নেলসনের ২০ গজের দূরপাল্লার শটের গোলে পুরো এমিরেটস স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।
শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই থাকলো মিকেল আর্তেতার শিষ্যরা। আর নিউক্যাসলকে হারানোর পরও সপমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্টে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে সিটিজেনরা।
সূত্র: ইত্তেফাক