৫ম বারের মতো নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন দুই প্রার্থী। শৈলকুপা পৌরসভা গঠনের পর ১৯৯৩ সালে প্রথম নির্বাচনে খলিলুর রহমান কাজী আশরাফুল আজমকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ১২ বছর পর ২০০৪ সালে আবারও মেয়র নির্বাচিত হন খলিলুর রহমান। তিনি ২ বার নির্বাচিত হয়ে প্রায় ১৮ বছর পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে কাজী আশরাফুল আজম ২০১১ সালের ১৩ ই জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে খলিলুর রহমানকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। পরে ২০১৬ সালের নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হন।
সর্বশেষ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হলেও দুজনেরই সামাজিক ভিত্তি অত্যন্ত মজবুত। পৌরসভা গঠনের আগে কাজী আশরাফুল আজম ১৯৮৩ সালের ৩০ ডিসেম্বর সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দীনকে হারিয়ে ৪ নং শৈলকুপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তিনি পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান থাকা অবস্থায় ১৯৯২ সালে ৪ নং শৈলকুপা ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়।