বড় আশা করে প্রধানমন্তীর উপহারের ঘর পালাম, খুশিতে আত্মহারা হলাম কিন্ত এখন দিন কাটছে চরম নিরাপত্তাহীনতায় অশ্রুসজল চোখে এমনটাই বলছিলেন ঝিনাইদহের শৈলকুপার দুধসর গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া চায়না বেগম। এই অবস্থা বিরাজ করছে চলতি বছরে দেওয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের ভ’মিহীন ও গৃহহীন প্রকল্পের বরাদ্দ পাওয়া ঘরগুলোতে।
সরেজমিনে দেখা যায়, সারি সারি দাড়িয়ে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ১২টি ঘর। উপজেলা প্রশাসন কর্তৃক যাচাই বাছাই পূর্বক এই ঘরগুলো ১২টি অসহায় পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়। বর্তমান এখানে বসবাস করছে ৩টি পরিবার। আর অন্যান্য ঘরগুলো ফাকা পড়ে আছে অযত্ন ও অবহেলায়।
এইঘরে বসবাসকারী সীমা খাতুন বলেন, এখানে বসবাস করার মত কোন পরিবেশ নেই। সন্ধ্যা নামার সাথে সাথে এখানে গাঁজা ও ইয়াবা সেবন শুরু হয়ে যাই সেইসাথে চলে মাদক বেচাকেনা।আমরা চরম নিরাপত্তার অভাববোধ করছি। রাতে একটুও ঘুম আসে না ,সব সময় আতংকের মধ্যে আছি।
আরেক বাসিন্দা খয়বার আলী বলেন, এখানে মাদকসেবীদের অত্যাচারে বসবাসের উপায় নেই। অনেকেই ঘর বরাদ্দ পেয়েও ভয়ে বসবাস করছে না।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরে মাদকসেবীদের আড্ডা এটা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। এর আগে আমি দুধসর ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছিলাম খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। ্ঈদের জন্য অনেকেই ঘরে উঠেনি তবে পর্যায়ক্রমে সবাই ঘরে উঠবে বলে আমি মনে করি। সবাইকে সাধ্যমত দেখভাল করা হবে কোন মাদকসেবীদের ছাড় দেওয়া হবে না।