ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য শ্রদ্ধা ও ভালবাসায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে এ উপলক্ষে রোববার সকালে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের কলেজ রোডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ এক আলোচনা সভা ও গণভোজের আয়োজন করে।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই , সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফতেমা লিজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিকদার শেফালি বেগম, সহকারী কমিশনার (ভ’মি) পার্থপ্রতিম শীল,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ,শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথা ,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মতিয়ার রহমান প্রমুখ। এছাড়াও বিকাল ৩টায় শৈলকুপা থানা চত্বরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।