ঝিনাইদহের শৈলকুপায় স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও (শৈলকুপা-১) আসনের সংসদ সদস্য আব্দুল হাই। শুরুতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করে স্কুলের শিক্ষাথীরা। ফিতা কেটে স্কুল ভবন উদ্বোধন করেন এমপি আব্দুল হাই। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেফালি বেগম,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ,উপজেলা যুবলীগর সভাপতি শামীম হোসেন,শৈলকুপা থানা অফিসার ইনচার্জ রফকুল ইসলাম,ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন, স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় সভাপতিত্ব করেন মো: ঈমান আলী জোয়াদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াজেদ আলী।