দীর্ঘদিন ধরে নিজ বাসায় স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া নারী নির্যাতন মামলায় ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় ও মাঠের কথিত সাংবাদিক হিসাবে পরিচয় দেওয়া এইচ এম ইমরান হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কবিরপুর মোড়ের একটি কেরাম খেলার দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এইচ.এমইমরান শৈলকুপা পৌর এলাকা কবিরপুরের তালেব মোল্যার ছেলে। সে আজকালের খবর সহ বিভিন্ন অনলাইন পোর্টাল এবং ৭১ টিভির শৈলকুপা প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে থাকেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় এইচ এম ইমরান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মামলারবাদী এইচ এম ইমরানের স্ত্রী সানজিদা সুপ্তি জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। গত মাসে তাকে শরীরিক নির্যাতন করে ঘরে আটকে রাখে। চিকিৎসার জন্য তার বাবা মা তাকে আনতে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরে ৯৯৯ এ ফোন করলে শৈলকুপা থানা পুলিশ তাকে উদ্ধার করার পর ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করেন।
এরপর ঝিনাইদহ কোর্টে মামলা করলে শৈলকুপা থানা পুলিশ তদন্ত শেষে গত ৩০ তারিখে মামলাটি এজাহার ভূক্ত করেন বলে জানান।