ঝিনাইদহের শৈলকুপা থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সকল সাপুড়িয়াদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহসীন হোসেন সহ সকল অফিসারবৃন্দ। অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সাপুড়িয়াদের উদ্দেশ্যে বলেন,সাপে কাঁটা রোগীর চিকিৎসা করার নামে সময় ক্ষেপণ না করে, দ্রত সরকারী হাসপাতালে পাঠাতে হবে।
সাপের সংবাদ পেয়ে সাপ ধরতে গেলে যেন নিজের নিরাপত্তা বজায় রেখে কাজ করা হয়। এছাড়া চিকিৎসার নামে অবহেলা করে কোন সাপে কাটা রোগীর মৃত্যুর কারণ যেন না হয়। যদি এমন হয় তবে উক্ত সাপুড়িয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক করেন।