শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

মেহেরপুরের শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফ্রি চক্ষু, চর্ম ও দাঁত সেবা ২০২৩ এর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে মেহেরপুরে শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্যাম্পের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল প্রফেসর ড. মোঃ আব্দুল ওহাবের নেতৃত্বে রংধনু বন্ধু পরিষদ ফ্রি চক্ষু, চর্ম ও দাঁত সেবা ক্যাম্প পরিচালনা করেন।

ফ্রি সেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল মজিদ, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।

শ্যামপুরের বাসিন্দা সাবান বলেন, আমি এখানে চোখের ডাক্তার দেখাতে এসেছিলাম আমি এই সেবাতে খুশি না হলেও খুশি। ঝাউবাড়ির শাহিদা বলেন, চোখ দেখানোর জন্য এসেছি ডাক্তার ঔষধ সহ চোখের ড্রপ দিয়েছে অন্তত একটা ড্রপ দেওয়ার দরকার ছিল কারণ টাকা নাই পয়সা নাই বলে এখানে এসেছি টাকা থাকলে এখানে আসতাম না।
আলমপুরের রহিমা খাতুন বলেন, আমি চোখের জন্য এখানে এসেছিলাম ডাক্তার আমাকে চশমা দেয়নি ঔষধ দিয়েছে আমি এই ফ্রি সেবা পেয়ে খুব খুশি।

ফ্রি চক্ষু, চর্ম ও দাঁত সেবা ক্যাম্পের মিডিয়া পার্টনার মেহেরপুর প্রতিদিন।