মধুমাসে গাছে গাছে ফুটে নানা ফুল
ফুলে ফুলে অলি এসে করে নানা ভুল।
ফুল হতে রেনু নিয়ে দেয় অন্য ফুলে
পায়ে পায়ে শত রেনু যায় নাতো ধুলে।
মনে মনে কত সুখ সব ফুলে হাসে
প্রেম আসে সব মনে যবে মধু আসে।
ফুলে ফলে ভরে যায় মনে দেয় দোলা
লাবন্য যে উঁকি দেয় রূপ ডালি খোলা।
গুনগুন গান গায় চেনাজানা সুরে
ভালবাসা এত বেশি আসে প্রাণ জুড়ে।
জীবনের সব সুখ আসে দলে দলে
সব ফুলে মধু থাকে কিছু পায়ে দলে।
সজীবতা ফিরে পায় গাছ ভরা পাতা
তাই দেখি অলি সব ফুলে ফুলে মাতা।
জীবনের জয়গান অলিরা তো গায়
মধুমাসে অলিরা যে ভালবাসা পায়।
প্রভাতের স্নিগ্ধ আলো গাছে পড়ে যেই
পাতা গুলো নড়ে চড়ে হারিয়েছে খেই
হলুদের মাখামাখি সবুজের সাথে
মধুমাসে মধুকর আসে রোজ রাতে