ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সভাপতি ও ইউনিয়ন আ.লীগ নেতা মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন। বুধবার রাত ৮ টায় সম্মেলনের দ্বিতীয অধিবেশন অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে বিকালে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্তরে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুেেন্নছা মিকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই এমপি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পদক সাইদুল করিম মিন্টু। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।
এছাড়ও সাবেক সাংসদ ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নবী নেওয়াজ, জেলা আ.লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জর্দার, ঝিনাইদহ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নীতি নির্ধারক কমিটির চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এলাঙ্গী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ও এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনকে সভাপতি এবং ইউনিয়ন আ.লীগ নেতা নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়।
এদিকে দীর্ঘ কয়েক বছর পর ইউনিয়ন আ.লীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। দুপুর হতে বিভিন্ন গ্রাম থেকে আ.লীগের কর্মী-সর্মথক নারী-পুরুষ রং-বেরঙ্গের ব্যানার পেস্টুন নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকে।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সাবেক পৌর মেয়র জাহিদুল ইসলাম সহ জেলা ও উপজেলা আ.লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।