প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর পেলেন রাজাপুরের শাবানা খাতুন। শাবানা খাতুন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের ইউনুস মালিথার স্ত্রী। বুধবার বিকালে দুর্যোগ সহনীয় এই ঘরের চাবি তুলে দেন ইউপি চেয়ারম্যান শাহাজামান।
এসময় চেয়ারম্যান শাহাজামান বলেন, বর্তমান সরকার গরিব দুখি মেহনতী মানুষের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় দেশ উন্নয়নের মহাসড়কে। কোন মানুষ গৃহহীন থাকবে না, কোন মানুষ না খেয়ে থাকবে না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর সহযোগিতায় আমার ইউনিয়নে উন্নয়নের জোয়ার বয়ে যাবে।
আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ওয়াসিম, ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
মেপ্র/এমএফআর