দামুড়হুদায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটা, সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বিএনপির নেত্রী বেগম খালেদাজিয়া ও নেতা কর্মীদের মুক্তিসহ ১০দফা দাবিতে দামুড়হুদা উপজেলা বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল শনিবার বিকাল ৩টার দিকে দামুড়হুদা বাসট্যান্ড সংলগ্ন হাসিনা সুপার মার্কেটের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান চিত্র আপনারা স্বচোখে দেখতে পাচ্ছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম থাকার কারণে সাধারণ মানুষের নাভীস্বাস উঠেছে। সবকিছু এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাধারণ মানুষ এখন খুবই কষ্টে আছে। সরকার চুরি- দুর্নীতিকে জাতীয়করণ করেছে।মানুষ ভোটের সময় নিজের ভোট প্রয়োগ করতে পারছেনা। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখন আমাদের একটাই দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। তা না হলে এই নির্বাচনে বিএনপি যাবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ। এসময় তিনি বলেন, মিথ্যা হামলা মামলা দিয়ে বর্তমানে বিএনপির নেতা কর্মীদের দমিয়ে রাখতে পারবে না। মিথ্যা মামলা না দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন, দেখবেন আপনাদের আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে, দেশের জনগণ ভোটের মাধ্যমে আপনাদের জবাব দিয়ে দিবে, জনগণ আওয়ামী লীগ সরকারকে আর চায়না।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুর জব্বার সোনা, দার্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, জীবন নগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান সফি, জেলা বিএনপির সদস্য সভানেত্রী রোউফুন নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বুলেট, জেলা বিএনপির সদস্য সালমা জাহান পারুল, জেলা যুব দলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্র দলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, দামুড়হুদা থানা বিএনপির সুপার ফাইভ সিঃ সহসভাপতি আ: ওয়াহেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম। দামুড়হুদা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকরামুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রীস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার।
দামুড়হুদা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সোহেল রানা, দামুড়হুদা থানা ছাত্র দলের সভাপতি আফজালুল হক সবুজ, সাধারণ সম্পাদক সুলতান আহাম্মেদসহ থানা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।