বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রানে থামে বরিশাল। কিন্তু এই অল্প রান তাড়া করতে নেমে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় খুলনা। ফলে দুর্দান্ত জয় তুলে নেয় বরিশাল।
এ ম্যাচটির আগে টানা দুটি ম্যাচে হারে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। আর টানা দুটি ম্যাচে হারায় পয়েন্ট টেবিলের তলানিতে চলে যায় তারা।
আজও অল্প রান করার পর মনে হয়েছিল বরিশাল হয়তো টানা তৃতীয় ম্যাচে হারবে। তবে সেটি হয়নি। বোলাররা তাদের কাজটি ঠিক মতো করে দলকে জয় এনে দিয়ে অধিনায়ক সাকিবের মুখে হাসি ফুটিয়েছেন।
বরিশালের দেয়া ১৪২ রানের টার্গেটে প্রথমেই হোঁচট খায় খুলনা। বরিশালের হয়ে প্রথম ম্যাচ খেলা মুজিব উর রহমান নিজের প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেন।
এরপর মেহেদি হাসান রানা ১৭ রানে চারটি উইকেট তুলে নেন। এতে করে খুলনা আর লক্ষ্যে পৌছোতে পারেনি।
ম্যাচটিতে খুলনার হয়ে ৩৬ বল খেলে সর্বোচ্চ ৪৪ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ২৩ রান করেন ইয়াসির আলী।
অন্যদিকে বরিশালের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গেইল। তিনি ৩৪ বলে এই রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন তৌহিদ রিদয়।
খুলনার হয়ে বোলিংয়ে দুটি করে উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা।