ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও পরপর দুই ওপেনার হারিয়ে বিপদে পড়লেও সেখান থেকে বাংলাদেশকে পথ হারাতে দেননি সাকিব আল হাসান আর মমিনুল হক।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা বেশ ভালো করেছিলো দুই টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান।
ভালো শুরুর পরও বেশিদূর দলকে টানতে পারেননি এই দুজন। দলীয় ৩৯ রানেই ফিরে যান জাকির। ব্যক্তিগত ১৫ রানে উনাদকাটের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন জাকির।
পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার শান্তও। ২৪ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় এই ওপেনারকে। ৩৯ রানেই দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল আর বর্তমান অধিনায়ক সাকিব মিলে।
দুজন মিলে দেখশুনে শুরু করে দল্কে এগিয়ে নিউয়ে যাচ্ছেন ধীরে ধীরে। দুজনের ৪৩ রানের জুটিতে লাঞ্চের আগে ২ উইকেটে ৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সাকিব অপরাজিত আছেন ১৬ রানে আর মমিনুল ২৩ রানে।
সূত্র: ইত্তেফাক