দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশের বড় ব্যবধানের হারের পরও সুখবর পেলেন তাইজুল ইসলাম।
আফ্রিকার মাঠে দারুণ বোলিং করে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার। বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ২২ নম্বরে তাইজুল।
ডারবানে প্রথম টেস্টে দলে ছিলেন না তাইজুল। দ্বিতীয় টেস্টের আগে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম চোটাক্রান্ত হয়ে দেশে ফেরার কারণে পোর্ট এলিজাবেথে দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একাদশে জায়গা পান তাইজুল।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পরও তাইজুল ৬ উইকেট নেন ১৩৫ রানে। দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩টি। বিদেশের মাটিতে ম্যাচে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক টেস্টে ৯ উইকেট নেন তাইজুল।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বোলারদের র্যাঙ্কিংয়ে তাইজুল ছিলেন ২৪ নম্বরে। পোর্ট এলিজাবেথ টেস্টের পর তাইজুলের উন্নতি হলেও অবনমন হয়েছে মিরাজের। ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ২ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন এ অফ স্পিনার।
ডারবান ও পোর্ট এলিজাবেথে প্রত্যাশিত ব্যাটিং ব্যর্থ লিটন-মুশফিকরা পিছিয়েছেন ৩ ও এক ধাপ। লিটন আছেন ২০ নম্বরে আর ২৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম। দুই ধাপ পেছানো তামিমের অবস্থান ৩৫ নম্বরে। আর অধিনায়ক মুমিনুল হক পিছিয়েছেন ছয় ধাপ, তিনি আছেন ৫১ নম্বরে।