ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে অ্যাতলেতিকো মাদ্রিদকে জয় এনে দিয়েছেন লুইস সুয়ারেস। উরুগুইয়ান ফরোয়ার্ডের গোলে লা লিগায় আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে দিয়েগো সিমিওনের দল।
গত সেপ্টেম্বরে বার্সেলোনা ছেড়ে ওয়ান্দা মেত্রোপোলিতানোতে এসে যেন নিজেকে ফের খুঁজে পেয়েছেন সুয়ারেস। চলতি মৌসুমের লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের নেতৃত্ব দিচ্ছেন ৩৩ বছর বয়সী তারকা। ইতোমধ্যে ৯ গোল করেছেন তিনি।
আলাভাসের মাঠে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল অ্যাতলেটিকো। সুয়ারেসের পাস থেকে ৪১তম মিনিটে দলের প্রথম গোলটি করেন মার্কোস লরেন্তে। ৬৩তম মিনিটে ভিক্তর লাগুরদিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দল হয়ে পড়ে আলাভেস।
কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সিমিওনের দল। উল্টো ৮৩তম মিনিটে বদলি হিসেবে নামা হোয়াও ফেলিক্সের আত্মঘাতি গোলে পয়েন্ট খোয়াতে বসে তারা। তবে এবারও অ্যাতলেতিকোর উদ্ধারকর্তা হয়ে আসেন সুয়ারেস। আত্মঘাতী গোলে নিজের নাম বসালেও সেই ভুলকে ফুলে পরিণত করেন ফেলিক্স। পর্তুগিজ তারকার পাস থেকে ৯০তম মিনিটে অ্যাতলেতিকোর জয়সূচক গোলটি করেন সুয়ারেস। এর আগের ম্যাচে গেতাফের বিপক্ষেও উরুগুইয়ান তারকার একমাত্র গোলে জয় পেয়েছিল তারা।
এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল অ্যাতলেতিকো। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ।