ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলো ব্রাজিল। এরপর থেকে যেন জয় প্রায় অচেনাই হয়ে গেছে সেলেসাওদের জন্য। আন্তর্জাতিক প্রীটি ম্যাচে মরক্কোর কাছে হারতে হয়েছে বিশ্বকাপের পর। এরপর পুচকে গিনির বিপক্ষে জিতলেও সেনেগালের কাছে আবারও ধরাশয়ী হলুদ জার্সিধারীরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার পরও ৪-২ গোলে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের কাছে হারতে হয়েছে ব্রাজিলকে।
মঙ্গলবার লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। আগের ম্যাচে গিনির বিপক্ষে জয় পাওয়ায় সেই ধারা ধরে রাখার আশা ছিলো ব্রাজিলের প্রতি। তবে সেটি আর হয়নি, হারতে হয়েছে সাদিও মানের দলের বিপক্ষে। শুধু হারই নয়, গুনে গুনে ৪ গোল হজম করেই হারতে হয়েছে ব্রাজিলকে।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের পর থেকে এখনো কোচ বিহীন রয়েছে। গত বছর বিশ্বকাপের পর কোচের পদ থেকে সড়ে দাঁড়ান তিতে। এদিকে ফেব্রুয়ারিতে গোঁড়ালির ইনজুরিতে পড়া নেইমার এখনো সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেননি।
ম্যাচের ১০ মিনিটে ভিনিসিয়াসের ক্রসে লুকাস পাকুয়েতার হেডে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকান জায়ান্টরা। স্ট্রাসবার্গ ফরোয়ার্ড হাবিব ডিয়ালোর বাম পায়ের জোরালো ভলিতে ২২ মিনিটেই সমতায় ফেরে সেনেগাল। ৫২ মিনিটে পিএসজি ডিফেন্ডার মারকুইনহোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেনেগাল। ইনজুরির কারনে বিশ্বকাপে খেলতে না পারা মানে তিন মিনিট পর দুর্দান্ত কার্লিং শটে ব্যবধান ৩-১’এ নিয়ে যান।
৫৮ মিনিটে সেনেগালিজ গোলরক্ষক মোরি ডিয়াওয়ের ভুলে মারকুইনহোস গোল করলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল। স্টপেজ টাইমের সপ্তম মিনিটে পেনাল্টি স্পট থেকে নিজের দ্বিতীয় গোল করেন মানে। সঙ্গে নিশ্চিত করেন সেনেগালের দুর্দান্ত এক জয়।
সূত্র: ইত্তেফাক