র্যাপারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে কনসার্ট করার ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২২ আগস্ট) কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবানও জানান তিনি।
রিফাত জানান, দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে বৃহস্পতিবারের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়ানোর সময়, সবাই এগিয়ে আসুন।
এছাড়া ফেসবুক পোস্টেও এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনিও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
দেশের পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে; ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে। আশপাশের অন্তত ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। বিচ্ছিন্ন রয়েছে প্রায় সকল ধরণের যোগাযোগ ব্যবস্থা।
সূত্র: ইত্তেফাক