যুদ্ধ যখন বাঁধলো দেশে
জন্ম নেইনি তখন,
মায়ের মুখে শুনেছি তা
ছোট্ট ছিলাম যখন।
দামাল ছেলে যুদ্ধে নামে
জীবন বাজি রেখে,
কাঁপতে থাকে শত্রুসেনা
এদের সাহস দেখে।
ন’মাস তারা যুদ্ধ করে
মাটির মায়ার তরে,
জীবন দিয়ে আনলো সে জয়
বাংলা মায়ের ঘরে।
নীল আকাশে কেতনখানা
উড়ছে আপন মনে,
মুক্ত হাওয়া দোল দিয়ে যায়
সবুজ মাঠ আর বনে।