স্বামীকে স্বড়যন্ত্র মুলক বিপদে ফেলায় প্রতিকার চেয়ে, আলমডাঙ্গা কলেজপাড়ার এরিনা খাতুন নামের এক মহিলা সাংবাদিক সম্মেলন করেছে।
লিখিত বক্তব্যে এরিনা খাতুন উল্লেখ করেছেন, আমার স্বামী একজন নিরিহ মানুষ। সে মুরগী ব্যবসা করে জীবিকা নীর্বাহ করে আসছে। তাকে স্বড়যন্ত্র মুলক ভাবে অপহরণ ঘটনায় জড়ান হয়েছে।
এই ঘটনার নেপথ্যের কারণ হলো, আলমডাঙ্গা চাতাল মোড়ে আমার শশুর সহ ৪ চাচা শশুরের ১১ কাঠা জমি আছে। সেই জমির সামনের অংশ দখল করা।
যা ইতিমধ্যে আমার চাচা শশুর কাজী হারুনার রশিদ ও তার ছেলে কাজী সজিব বিল্ডিং নির্মান করেছেন। আমার শশুর কাজী লাল নিরিহ মানুষ হওয়ায় সে কোন প্রতিবাদ করতে পারে নি।
আমার স্বামী কাজী সুমন এর প্রতিবাদ করতো যে কারনে তাকে এই স্বড়যন্ত্র মুলক অপহরণ মামলায় ফাঁসিয়েছে।
আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি ঘটনাটি তদন্ত পুর্বক সুবিচার প্রার্থনা করছি।