সেই যে গেলে ইসকুলেতে
মানুষ হবে বলে!
মানুষ আদো হলে? নাকি
সব গিয়েছে জলে?
চোররা করে চুরি রাতে
ঘুমিয়ে সবাই গেলে!
তুমি নাকি দিনের বেলা
চুরির ঔষুধ পেলে?
কলম তোমার আজব মেশিন,
টানলে পড়া টাকা!
পকেট ভারী না হলে কী
ফাইল চলে যায় বাঁকা?
কী অপরূপ চেহারা তোমার!
শয়তান তোমার মিতা,
মানুষরূপী জন্তু তুমি,
সব হয়েছে বৃথা!
চশমা পড়ে, সুটে, বুটে
যত মানুষ সাজো!
মানুষ নামের রূপ ধরেছো!
হওনি মানুষ আজো!