গতকাল বুধবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ, হরিণাকুণ্ডু উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে ৩ রা নভেম্বর “জেল হত্যা দিবস” এ জাতীয় চার নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব আজগর আলী মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক জনাব রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব সাজেদুল ইসলাম টানু মল্লিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা জনাব আমিরুজ্জামান পলাশ,উপজেলা যুবলীগের আহবায়ক জনাব আশরাফুল হক জুয়েল, উপজেলা কৃষকলীগের আহবায়ক জনাব আব্দুল্লাহ হিল বাকী শিলু, মাননীয় জাতীয় সংসদ সদস্যের বিশেষ সহকারী জেলা যুবলীগ নেতা জনাব কামাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব রাজু আহমেদ এবং হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রলীগের আহবায়ক জনাব রিগ্যান আলী প্রমুখ। স্মরণ সভা শেষে কারাগারের অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর পূর্বে আজ সুর্যোদয়ের পর পরই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, এবং কালো পতাকা উত্তোলন করা হয়।