ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৫ জানুয়ারি ৮টি ইউনিয়নে নির্বাচনের পর আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘাত, বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন সুত্রে পাওয়া তথ্যমতে বুধবার ভোট ভোগননার পরদিন ৬জানুয়ারী হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী কুরবান আলীর কর্মী সমর্থকরা পরাজিত প্রার্থী কাজী মশিয়ার এর কর্মী সমর্থকদের উপর হামলা চালাই।
ভোক্তভোগীদের অভিযোগ, আমরা কাজী মশিয়ারকে ভোট দিয়েছি। নির্বাচনে হেরে যাওয়ার পর কুরবান মেম্বার তার দলবল সাথে করে হাসুয়া রামদা নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। কুরবান মেম্বার ও তার গুন্ডাবাহীনিদের অত্যাচারে আমাদের বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই। থানায় মামলা করেও আমরা নিরাপত্তা হিনতায় ভুগছি। তারা আমাদের প্রতিনিয়ত হুমকি ধামকী দিয়ে যাচ্ছে। এমনকী বাড়ির নারী ও শিশুরাও নিরাপদ নেই। মেয়েদেরকে বাসা থেকে বিবস্ত্র করে বাড়ী থেকে বের করে দেয়ার কথাও জানান। এঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, দীর্ঘদিনের পুরাতন শত্রুতার জের ধরে বৃহস্পতিবার কাজী মশিউর মেম্বার নির্বাচনে পরাজিত হওয়ার পর কুরবান মেম্বারের সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধলে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এখনো পর্যন্ত তারা নানা ভাবে ভয় ভিতি দেখিয়ে আসছে বলেও জানা গেছে। সরজমিনে গিয়ে দেখাগেছে পুরুষ শুন্য এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
এঘটনায় নবনির্বাচিত মেম্বার মোঃ কুরবান আলীর সাথে কথা বলতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এব্যাপারে কাপাশহাটীয়া ইউপি চেয়ারম্যান এর ভাই জানান, ঘটনা যায় ঘটুক এটা সম্পূর্ণ অন্যায়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আসামীরা পালাতক রয়েছে বলে জানান এই মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই মহাসিন।
এঘটনায় কাপাশহাটীয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু জানান, ঘটনাটি অনাকাংঙ্খিত আমরা এনিয়ে দ্রুতই সামাজিক ভাবে মিমাংশা করতে পারবো বলে আশা করি।