ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আদালতের নির্দেশে এক মাস ২৫দিন পরে কবর থেকে হাবিবুর রহমানের লাশ উত্তোলন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খলিশাকুণ্ডু কবরস্থান থেকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেটের সামনে এই লাশ উত্তোলন করা হয়।
হাবিবুর হরিণ্কাুণ্ডু উপজেলার ওই গ্রামের মৃত হাজী আকবর আলী বিশ্বাসের ছেলে। গত ১ জানুয়ারী ঝিনাইদহ শহরের আরাপুর এলাকার পারভীনা নাম এক বাসায় তিনি মৃত্যু বরণ করেণ। এসময় তার ভাই ভাতিজারা জানান হাবিবুর রহমান স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেছে। কিন্তু এই মৃত্যু নিয়ে তার স্ত্রী বুলবুলি খাতুন সন্দেহ প্রসন করে এবং স্ট্রোক জনিত কারণে তিনি মারা জাননি বলে দাবি করেন। কয়েক দিন ৫ ফেব্রুয়ারি বুলবুলি খাতুন খলিশাকু-ু গ্রামের হাবুলের সাবেক স্ত্রী পারভীনাসহ কয়েকজন অজ্ঞাত নামাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেণ। পরবর্তিতে বিষয়টি নিশ্চিত হতে কোর্ট হাবিবুরের পোষ্ট মর্টেমের নির্দেশ দেয়। এই নির্দেশানুসারে হরিণাকুণ্ডু থানা পুলিশের সহযোগীতায় বুধবার দুপুরে হাবিবুর রহমানের মরদেহটি কবর থেকে উঠানো হয়। লাশ উত্তোলনের পর পুলিশ লাশটি পোষ্ট মর্টামের উদ্দেশ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন এখানে কোন মামলার নথি আসেনি কবে মামলা হয়েছে তা জানিনা তবে পোর্স্ট মর্টামের জন্য লাশ উত্তোলনে পুলিশের সহায়তা চেয়ে আদালতের থেকে পত্র দেওয়া হয়েছে আমরা সেই অনুসারে ভবানীপুর পুলিশ ফাঁড়িকে নির্দেশ দিয়েছি।