পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৬নং ফলসী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বাবু নিমাই চাঁদ মন্ডল ৪২ ভোট পেয়ে লজ্জাজনক পরাজয় বরণ করেছে।
গত বুধবার নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় হলেও বাকি ৬ টিতে ভরাডুবি হয়েছে। এর মধ্যে ফলসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বাবু নিমাই চাঁদ মন্ডল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সবকটি মিলিয়ে সর্বমোট ৪২ ভোট পেয়েছেন। বেশ কয়েকটি কেন্দ্রে তার ৪জন নির্বাচনি এজেন্ট থাকলেও কেন্দ্রে ভোট পেয়েছেন ১টি করে।
এর আগে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ রুমেল ৬৭ ভোট পেয়ে সারাদেশে আলোচনায় এসেছিলেন। এবার তাকেও হারিয়ে ৪২ ভোট পেয়ে নতুন রেকর্ড গড়েছেন বলে ইউনিয়নবাসী মনে করেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ফলসী ইউনিয়নে ১০৪২৪ জন ভোটারের মধ্যে ৯০০৫ জন ভোটার ভোট দিয়েছেন। তন্মধ্যে ৪৬২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাড বজলুর রহমান ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান পেয়েছেন ৪১৭৯ ভোট। ইউনিয়নে মোট ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফলসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিমাই চাঁদ মন্ডল পেয়েছেন ৪২ ভোট। তিনি ইউনিয়নের ২নং ওয়ার্ড কুলবাড়ীয়া কেন্দ্রে ১ ভোট, ৫নং ওয়ার্ড বোয়ালিয়া কেন্দ্রে ১ ভোট এবং ৯নং ওয়ার্ড শিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ ভোট করে পান।