ঝিনাইদহের হরিণাকুণ্ডু টু সাধুহাটি সড়কের দখলপুর ক্রসফায়ার নামক ব্রিজ সংযুক্ত প্রধান সড়কে দিন দুপুরে একটি কড়ুই গাছ কেটে নেওয়া হলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে এমনটাই অভিযোগ স্থানীয়দের।
সোমবার বিকেলে প্রকাশ্যে গাছ কর্তন করেন সামসুল উরফে কাটু। সামসুল উরফে কাটু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর গ্রামের ছলেমানের ছেলে ।স্থানীয়রা কর্তৃপক্ষকে জানালে প্রতিকার না পাওয়ায় গণমাধ্যমকর্মীকে অবগত করেন।
এসময় গণমাধ্যমকর্মী ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সেলিম আহাম্মেদকে মোবাইলে জানালে তিনি বলেন, গাছ রাস্তার না মালিকানার, সরকারি জমির না খাস জমির, অভিযোগ করেছে কে তার নাম বলুন তাঁকে ফোন করতে বলুন। সার্ভেয়ার এনে মাপযোকের পর বোঝা যাবে গাছ কার এমনটাই বলে কালক্ষেপন করেন। ততক্ষণে কাছ কর্তন শেষে অবাধে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা গেছে।
অথচ স্থানীয়রা বলছে, প্রধান সড়কের গাছ দেখাশুনা করার প্রয়োজন ছিলো কর্তৃপক্ষের। সেখানে ফোন করে জানানো হলেও ব্যবস্থা না নিয়ে উল্টো পাল্টা বলে সময়ক্ষেপন করে গাছ নিয়ে যেতে সহযোগিতা করার সামিল।
এ ব্যাপারে সামসুল ওরফে কাটু বলেন, সড়কের গাছটি অধিক বড় হওয়ায় তার জমির একাংশে ফসল হয় না। তাই তিনি গাছ কর্তন করছেন।