বাড়ির গাছে উড়ে বেড়ায়
হলুদ রঙা পাখি
ডানা মেলে উড়লে পাখি
জুড়ায় মনের আঁখি।
ডালে ডালে ভাব যেনো তার
হৃদয় আকুল সুরে
চোখের আড়াল হলে পাখি
অন্তর ওঠে পুড়ে।
কুমড়োর চালে বসে পাখি
নষ্ট করে জালি
ঘরের কোণে বসে দেই তাই
দুষ্টু বলে গালি।
তবু পাখি আসবে চালে
ঠোঁকে ঠোঁকে খাবে
অবুঝ পেয়ে এই পাখিটি
ক্ষতি করে যাবে।
ইচ্ছে করে খাঁচার ভিতর
আঁটকে রাখবো পাখি
ইচ্ছা মতো শাস্তি দিবো
রাঙা করে আঁখি।