যখন কাউকে হারিয়ে ফেলি জীবন থেকে কভু
মাফ করে দাও খোদা তাকে, মিনতি করি তবু।
মাফ করে দাও নিষ্পাপ শিশু, মাফ করে দাও তারে
দুজানে জান্নাত পায়, প্রার্থনা তোমার দরবারে।
চাই না কিছু একটাই চাওয়া, শান্তিতে রেখো তারে
জানি না তার কেমন হবে,আখিরাতের কবরে!
তার যুক্তি পাবে কি মুক্তি, থাকবে কি সে সুখে
মাফ করে দাও খোদা তুমি – আখিরাতে তাকে!
হয়তো ভুলে কত কিছু, করেছে কত পাপ
শিথিল তুমি, গাফফার তুমি, মাফ করে দাও তাক!!
হয়তো কভু তোমায় ভুলে, ভূয়ের মায়ায় পরে
খোদা তোমায় স্মরণে আনেনি সকাল বিকেল ক্ষণে..!
আজকে ভূয়ের মায়া ছেড়ে তোমার কাছে গেলো
জীবনের সব পাপ ক্ষয়ে, তারে ক্ষমা কর।
যখন কাউকে হারিয়ে ফেলি জীবন থেকে কভু
মাফ করে দাও খোদা তাকে, মিনতি করি তবু।
মাফ করে দাও নিষ্পাপ শিশু, মাফ করে দাও তারে
দুজানে জান্নাত পায়, প্রার্থনা তোমার দরবারে।
চাই না কিছু একটাই চাওয়া, শান্তিতে রেখো তারে
জানি না তার কেমন হবে,আখিরাতের কবরে!
তার যুক্তি পাবে কি মুক্তি, থাকবে কি সে সুখে
মাফ করে দাও খোদা তুমি – আখিরাতে তাকে!
হয়তো ভুলে কত কিছু, করেছে কত পাপ
শিথিল তুমি, গাফফার তুমি, মাফ করে দাও তাক!!
হয়তো কভু তোমায় ভুলে, ভূয়ের মায়ায় পরে
খোদা তোমায় স্মরণে আনেনি সকাল বিকেল ক্ষণে..!
আজকে ভূয়ের মায়া ছেড়ে তোমার কাছে গেলো
জীবনের সব পাপ ক্ষয়ে, তারে ক্ষমা কর।