ভর্তি হওয়ার ৬ দিনের মাথায় হাসপাতাল ছেড়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মঙ্গলবার (২১ জানুয়ারি) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পতৌদি রাজপরিবারের এই নবাব। এসময় নিজ পায়ে হেঁটে হাসপাতাল ছাড়তে দেখা যায় তাকে। খবর এনডিটিভির।
গত বুধবার গভীর রাতে পশ্চিম বান্দ্রায় নিজ ফ্ল্যাটে হামলার শিকার হন ৫৪ বছর বয়সী সাইফ। ছুরি দিয়ে ছয়বার জখম করে হামলাকারী। এতে গুরুতর আহন হন তিনি। পরে ছেলে ইব্রাহিম তাকে অটোরিকশায় করে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের লীলাবতী হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার হয় তার।
এনডিটিভি জানায়, হাসপাতাল ছাড়ার সময় সাইফের সঙ্গে ছিলেন মা শর্মিলা ঠাকুর ও স্ত্রী কারিনা কাপুর। বর্তমানে সুস্থ থাকলেও সাইফকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনকি ক্ষতস্থানে সংক্রমণ এড়াতে আপাতত পরিবারের বাইরে কারও সঙ্গে দেখা না করতেও বলা হয়েছে তাকে।
সাইফের হাসপাতাল ছাড়ার সময় ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্য হাসপাতালের বাইরে অবস্থান নেন। এছাড়া রাস্তায় উৎসুক জনতার ভিড় কমাতেও কাজ করে নিরাপত্তা বাহিনী।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পুলিশি জেরার মুখে সাইফের ওপর হামলার দায় শিকার করেছেন অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ।
সূত্র: যুগান্তর