দীপ্তি যখন প্রভাত রবি উজ্জ্বল আলোকিত
বুক পাজরে কষ্ট থাক ফুর্তিটা নিজের মতো..!
ললাট যখন সহায় নয় ক্রন্দন বুকে থাকে
মালিন্য যেন অর্থহীন স্মরণে তাকে থাকে!
অশ্রু যেন অনল বুকে মর্ত নিঃস্ব ভূমি
চাই না কিছু এমনি থাক হাসির আড়ালে আমি..!
মুকুটহীন এক রাজ্য আমি একাই রাজ করি
পূরাকালে ভূপতি এখনো শূন্য খালি!
ভূঙ্গা যেমন গুলের উপর রঙ্গন রঙ্গিন করে
পূরাকালের সেই হাসিটি ছেড়ে গেছে আজ ক্ষণে..!
ক্রন্দন এখন প্রভাত হলে ক্লান্তি সারা বেলা
অশ্ম যেন বুকের ভিতর জমেছে এক পালা!
ক্ষণপ্রভা – তড়িৎ – বিজলী সামান্য অতি কিছু
হাসিটা আজ প্লাবিত স্তব্ধ সব ইসু!!