হেমন্তর এই স্তব্ধ রাতে
শিশির বিন্দু ঝরে,
স্নিগ্ধ সকালের পরশ পেয়ে
সরিষা ফুল নড়ে।
দলছুট হয়ে মৌমাছি
সরিষা ফুলে বসে,
মৌমাছি আহরণ করে মধু
ঐ ফুলের রসে।
গাছের ডগায় শিশির কণার
রশি বিনা ফাঁসি,
ফাঁসি দেখে সূর্যি মামা
সকালে দেয় হাসি।
হেমন্তে ফসলে ভরেছে মাঠ
সোনালী ধান দোলে,
আনন্দে কৃষাণী ধানের ধামা
তুলে নেয় কাকালে।
উত্তরের ঐ হিমেল হাওয়া
শীতল করে গা,
লাঙ্গল কাঁধে কৃষক সকালে
হাঁটে খালি পা।