ঠিকানা, নাগরপুর, টাংগাইল।
হীম সকাল বেলা
দিদি হেটে য়াই ,
ঘাসের মাথায় শিশির বিন্দু
দিদি মাথায় বিশাত শিন্দু।
দিদি এদিক সেদিক চাই
সজলের মনে দিদির কথা গায়,
সজল চলছে সরল পথে
তাই দেখে দিদি
চলছে উল্টা পথে।
সজল মানুষটা সহজে
হিন্দু মেয়েদের প্রেমে পড়ে যাই ,
হীম সকাল বেলা
তাই তো দিদির মাথা গরম হয়ে যাই ।