ভারতের সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ নোটিশ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপকে। ব্যবহারকারীদের তথ্য ফেসবুককে দেয়ার যে সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ নিয়েছে সেই নিয়েই এই নোটিশ। এতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে পারে, কিন্তু আমাদের কাছে মানুষের গোপনীয়তা অনেক জরুরি।
প্রধান বিচারপতি বোবদে, বিচারপতি বোপান্না এবং রাম সুব্রামানিয়ামের একটি বেঞ্চ মনে করছে, ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করলে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের গোপনীয়তা বিপন্ন হবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে চার সপ্তাহ সময় দেয়া হয়েছে জবাব দেওয়ার জন্য।
ভারতের সুপ্রিম কোর্টের বেঞ্চ এটাও মনে করেছে, ইউরোপ, আমেরিকায় যা চলতে পারে ভারতীয় জনগণের ওপর তা চাপিয়ে দেওয়া যায়না। ল অফ দ্য ল্যান্ডকে গুরুত্ব দিতে হবে। গোপনীয়তা রক্ষা ভারতীয়দের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য তারা ফেসবুকের হাতে তুলে দেবে।