হ্যারি পটারের দুনিয়ায় জাদু-ঝাঁটার উপর বসে ঘুরে বেড়ানোর দৃশ্যের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। হ্যারি পটার থেকে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি ব্রাজিলের দুই যুবক সাও পাওলোর রাস্তায় প্রায় একই কাণ্ড করেছেন। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
বছর চল্লিশের ভিনিসিয়াস স্যাঙ্কটাস এবং আটাশ বছরের আলেসান্দ্রো রুশোর যান দেখে শনিবার চমকে গিয়েছিলেন সাও পাওলোর মানুষ। তারা দু’জনে হ্যারি পটারের ঢঙে বসেছিল ঝাঁটার উপর।
ঝাঁটা দিয়ে তৈরি এই নতুন যানের তারা নাম দিয়েছেন ‘ব্রুমস্টিক স্কুটার’। মোটরের সঙ্গে একটি চাকা যুক্ত রয়েছে এতে। তার মাধ্যমেই এগিয়ে যায় এটি। ঝাঁটার সামনের অংশ যে দিকে ঘোরানো হবে, সেই অনুসারে গতিপথ পরিবর্তন করবে ‘ব্রুমস্টিক স্কুটার।’
রুশো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই স্কুটার সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে। বাড়ি থেকে কাজের জায়গায় যেতেই বুমস্টিক স্কুটার ব্যবহার করেন ভিনিসিয়াস এবং রুশো। তাদের আশা, আগামী দিনে পটার ভক্তরা এই স্কুটার নিয়ে আরও উৎসাহ দেখাবেন।