আফ্রিদি নামে ক্রিকেটবিশ্ব পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদিকেই চেনে। তবে আরও এক আফ্রিদির আবির্ভাব ঘটেছে! তিনি পাকিস্তানের বুমুবুমখ্যাত শহীদ আফ্রিদি নন, নতুন আবিষ্কার এ আফ্রিদি হলেন শহীদ আফ্রিদি জুনিয়র।
ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ টি-টেন লিগে ভিএফবি গেলসেঙ্কির্চেনের বিপক্ষে মাত্র ১৬ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জার্মানির ক্লাব ক্রিকেটার শহীদ আফ্রিদি জুনিয়র। তার ঝড়ো ইনিংসে ভর করেই নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১১৬ রান করে এমএসসি ফ্রাঙ্কফুর্ট।
টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮০ রান তুলতে সক্ষম হয় ভিএফবি গেলসেঙ্কির্চেনে। ৩৬ রানের ব্যবধানে ম্যাচ জিতে আফ্রিদি জুনয়িরের ফ্রাঙ্কফুর্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১২ বলে ফিফটির রেকর্ড গড়েন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। যুবির পর এই ১২ বলেই ফিফটির রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আফগানিস্তানের হযরত উল্লাহ জাজাই। টি-টোয়েন্টিতে ১৯ বলে ফিফটির রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
তবে ওয়ানডেতে মাত্র ১৬ বলে ফিফটি করেছেন এবি ডি ভিলিয়ার্স। ১৮ বলে ফিফটি করেছেন শহীদ আফ্রিদি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।