২২ প্রিজাইডিং কর্মকতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আপত্তি

২২ প্রিজাইডিং কর্মকতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আপত্তি

মেহেরপুর এক আসনের ২২ জন প্রিজাইডিং কর্মকর্তার নাম উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উক্ত প্রিজারডিং অফিসারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া ও নির্বাচনী ফলাফল কে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

গত ২১ ডিসেম্বর প্রফেসর আব্দুল মান্নান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মেহেরপুর বরাবর অভিযোগপত্র দাখিল করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত কোন উত্তর না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান। উল্লেখিত প্রিজাইডিং অফিসারগণ বিভিন্ন সময় তার প্রতিদ্বন্দী প্রার্থীর রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলেও অভিযোগ করেছেন প্রফেসর আব্দুল মান্নান।

অভিযোগপত্রে আপত্তি জানানো প্রিজাইডিং অফিসাররা হলেন, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলার ইন্সট্রাক্টর মৌসুমী ঢালী, মেহেরপুর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দীন, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো: মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ তামিম মাহমুদ প্রান্ত ও মোঃ মেহেদী হাসান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও মোহাঃ আলিমুজ্জামান, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাইদুজ্জামান, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: ওয়াজেদ আলী, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা, মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মনিরুজ্জামান, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামাল, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, এআরবি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ এমদাদুল হক, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল গাফফার, পূবালী ব্যাংক মেহেরপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও অপারেশন ম্যানেজার মোঃ জসীমউদ্দীন, মেহেরপুর সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শেখ মোঃ মেহেদী হাসান, পূবালী ব্যাংক মেহেরপুর শাখার সিনিয়র অফিসার মোঃ নাজমুল হোসাইন,এলজিইডির সরকারি প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম ও দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তবে এ ব্যাপারে জেলা প্রশ্সাক ও রিটার্নিং কর্মকতার ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।