জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ২৮টি ভিন্ন পদের বিপরীতে মোট ২৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নামঃ
বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি), বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল), বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুড টেকনোলজি), বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান), সহকারী কৃষি প্রকৌশলী, সহকারী পরিচালক ( অর্থ ও হিসাব ), উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর, কেয়ারটেকার, ফোরম্যান, পরিবহন কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, কম্পাউন্ডার (ফার্মাসিস্ট), স্টোর কিপার কাম অফিস সহকারী, ভাণ্ডাররক্ষক, টেলিফোন অপারেটর, ইলেক্ট্রিশিয়ান, বুল ডোজার ড্রাইভার, গাড়িচালক, ট্রাক্টর ড্রাইভার, টিলার কাম পাম্ব ড্রাইভার, পাওয়ার টিলার ড্রাইভার, উপ পাম্প অপারেটর, ম্যাশন, ল্যাবরেটরি এটেনডেন্ট, লাইব্রেরি এটেনডেন্ট, রুম এটেনডেন্ট, মেকানিক মেট, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী।
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://bari.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখঃ ১ মার্চ, ২০২২।