২৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নরওয়ের তারকা
ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লেখালেন নরওয়ের স্প্রিন্টার কার্স্টেন ওয়ারহোম।বৃহস্পতিবার নরওয়ের ওসলোতে ডায়মন্ড লিগ মিটে ৪০০ মিটার স্প্রিন্টে মাত্র ৪৬.৭০ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন ওয়ারহোম।
এর আগে ১৯৯২ সালে ৪০০ মিটারে ৪৬.৭৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন আমেরিকার স্প্রিন্টার কেভিন ইয়ং।
৪০০ মিটার হার্ডেলে ৪৭ সেকেন্ড সময় পার করতে পেরেছেন মাত্র ৪ জন অ্যাথলেট। ওয়ারহোম, ইয়ং ছাড়াও এই তালিকায় রয়েছেন বেঞ্জামিন এবং কাতারের আবদেরামানে সাম্বা।
রেকর্ড গড়ার পর ওয়ারহোম বলেছেন, এটা অসাধারণ অনুভূতি। আমি যে রেকর্ডটি ভেঙেছি সেটা আমার বয়সের থেকে বেশি পুরনো। এর জন্য অবশ্য গর্ববোধ করছি। আমার শারীরিক অবস্থা ভালো ছিল। পরিশ্রম করেছি, তার সুফলও পেয়েছি। তবে এটা আমার কাছে শেষ নয়। সবে মাত্র শুরু। এই ফর্ম ধরে রাখতে আমাকে আরও পরিশ্রম করতে হবে।