নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে ৪৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। রাঙামাটি পার্বত্য জেলার প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী শিক্ষক।
পদসংখ্যা: মোট ৪৬২ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২১ থেকে অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪২ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১১০০০-২৬৫৯০/-টাকা।
আবেদন প্রক্রিয়া
আবেদনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফরম যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় জমা দিতে হবে। নির্ধারিত ‘চাকরির আবেদন ও প্রবেশপত্রের ফরম’ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
ঠিকানা: চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২২।
সূত্র: www.rhdc.gov.bd।