চলতি বছরে বিশ্বের ৫জি স্মার্টফোন উৎপাদন ও মার্কেট শেয়ারে চতুর্থ অবস্থান অর্জন করেছে ভিভো।
এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স-এর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। অন্যদিকে, ৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে এ তালিকায় ভিভোর পরে রয়েছে- অপো ও শাওমি’র নাম। এ বছর ৫জি স্মার্টফোন উৎপাদনে হুয়াওয়ের লক্ষ্যমাত্রা ৭৪ মিলিয়ন, অ্যাপলের ৭০ মিলিয়ন ও স্যামসাংয়ের ২৯ মিলিয়ন।
এদিকে ৫জি স্মার্টফোন উৎপাদনে ভিভোর লক্ষ্যমাত্রা ২১ মিলিয়ন, যখন অপো ও শাওমি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ২০ ও ১৯ মিলিয়ন। ২০২৫ সালের আগেই সারা বিশ্বের ৫০ শতাংশ ৫জি নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে ধারণা করা হয়েছিল।
তবে চলমান করোনা মহামারীর কবলে এ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে। তবে এরই মধ্যে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ওই প্রতিবেদন অনুযায়ী, বছর শেষে ৫জি স্মার্টফোন বাজারে শীর্ষ ৬টির মধ্যে ৪টিই থাকবে চীনের প্রতিষ্ঠান। সূত্র-যুগান্তর