মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে আগুন লেগে অসহায় দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনার এক দিন না পেরুতেই গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুর রহিমের দুই ছেলের বসত ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে খেটে খাওয়া অসহায় পরিবার দুটি দুশ্চিন্তায় ভুগছেন; এমন ঘটনা শুনে (১লা মে) সোমবার বেলা ১২ টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই দুটি পরিবারের লোক জনের সাথে সাক্ষাৎ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এ সময় তিনি দুটি পরিবারের লোক জনের প্রতি সমবেদনা জানান ও নগদ অর্থ প্রদান করেন। এবং সরকারি আরো সহোযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।
এবিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ঘটনার দিন সকালেই মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে অগ্নিকাণ্ডের বিষয়টি আমি শুনি কিন্তু এসএসসি পরীক্ষার দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকার কারণে তৎক্ষনাৎ আমি আসতে পারিনি। পরবর্তীতে আজকে এসেছি নিজ চোখে দেখার জন্য; এখানে এসে যেটি দেখলাম দুই পরিবারের বসতঘর, রান্নাঘর, গুরুত্বপূর্ণ আসবাবপত্র সহ বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে তাৎক্ষণিক কিছু সহয়তা করেছি এবং তারা যদি আবেদন করে তাহলে সরকারি সহোযোগিতা দেওয়া হবে এমন আশ্বাস দিয়েছি।
এদিকে ইউএনও’র সহোযোগিতা ও আশ্বাসে নতুন করে ঘর বাধার স্বপ্ন দেখছেন অসহায় ওই দুটি পরিবার।