আমি ছন্দবিহীন বাঁধন হারা
একটি অচিন পাখি
আমি কষ্টগুলো আড়াল করে
নিজের করেই রাখি।
সবুজ পাতা বন্ধু আমার
বাগানের ঐ ফুল
চলার পথে হারিয়ে গেছে
জীবন নদীর কূল।
একাই হাসি একাই ভাসি
একাই ঘুরি বন
আমার সাথে কইতে কথা
নেইতো কারো মন।
নীল আকাশে একাই উড়ি
সাথী কেহ নাই
আমি ছন্দবিহীন বাঁধন হারা
একটি পাখি তাই।