অণ্বেষা! তুমি ফিরবে কবে তোমার পথ চেয়ে আজো বসে আছি
তোমার কি পড়ে না মনে তুমি আমি ছিলাম কত কাছাকাছি।
তোমার অপেক্ষায় আজো আমি একা একা কষ্টের প্রহরগুলো গুনি
অণ্বেষা! তোমার কি মনে কাটেনা আমাকে, সেই দিন-ক্ষণের কথা গুলি।
অণ্বেষা!
তুুমিতো কোন একদিন এসে বলতে পারতে আমি চলে এসেছি জান
সেদিন কি আমার ভালোবাসার দাম দিতে তোমার চলে যেত মান।
না আমি তোমাকে পশুর ন্যায় দূর দূর করে তাড়িয়ে দিতে পারতাম
সে কেমন বিশ্বাস মোরা দু’জন দু’জনার মধ্যে স্থাপন করেছিলাম।
অণ্বেষা!
তুমি আসবে সেই দিন যেদিন আমি আর তোমাকে দেখতে পাবনা
যে দিন তোমার সাথে মনের অব্যক্ত কথা গুলো বলতে পারবনা,
শুনতে পাবনা মধুর বাণী, গুমরে গুমরে জ্বলে পুঁড়ে হাহাকার অন্তর
অপলোক দৃষ্টিতে চেয়ে কষ্টের গ্লানি শুধু দেহখানি পড়ে রবে নিথর।
অণে¦ষা! সে দিন তুমি খবর পেলেই এসো,
যে দিন আর তোমাকে ডাকতে পারবনা বলতে পারবনা হেসে
কষ্ট নিওনা এসে তুমি দু’দন্ড সময় কাটিও আমার লাশের পাশে বসে।
দুনিয়ায় দু’দিন মুছাফির হয়ে এসেছিলাম যে খালি হাতে
মৃত্যুর পথযাত্রী সেদিন মোর আমলনামা ছাড়া কিছুই যাবেনা সাথে।