অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করলেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম ও মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম।
গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ২ নং মহাম্মদপুর ওয়ার্ডের উপনির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। এখানে ভোটার উপস্থিতি ভাল। সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি বেশী ছিল। দুপুরের পর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে। সকলের সহযোগীতায় একটা ভাল ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভোটারদের আন্তরিকতা রয়েছে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে শান্তিতে ভোট দিতে পারেন সেটাই আমাদের কাম্য। প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। নিশ্চয় ভোটাররা আরও বেশি উপস্থিত হবেন।
এসময় গাংনী উপজেলা নির্র্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির আহমেদ শামীম, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদসহ নির্বাচনের দায়ীত্বে নিয়োজিত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।