অসংখ্য ভক্ত-অনুরাগীর ভালোবাসায় সিক্ত হয়ে সংগীতের ভুবনে সাত-সাতটি যুগ পার করে দিয়েছেন লতা মঙ্গেশকর। ৩৬টি আঞ্চলিক ও বিদেশি ভাষায় সহস্রাধিক ভারতীয় ছবিতে গান গেয়েছেন এ সুরসম্রাজ্ঞী। সংগীতের সাধনা ছেড়ে গতকাল চিরতরে বিদায় নিয়েছেন এ শিল্পী।
নক্ষত্রের এমন বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে। শোক প্রকাশ করেছেন সামাজিক বিভিন্ন মাধ্যমে।
ফেসবুকে লতার এক ভক্ত লিখেছেন, সুরের সরস্বতী মরেনি, তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে তার গানের মধ্য দিয়ে। জনপ্রিয় এ শিল্পীর বিভিন্ন গান নিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে তৈরি হয়েছে নানা অ্যালবাম। এছাড়া অডিও স্ট্রিমিং প্ল্যাটফরম সাভনে রয়েছে লতার ১৯টি সেরা গান নিয়ে লতা গো’স ক্লাসিক্যাল। গুগলের অ্যান্ড্রয়েডের প্লেস্টোরে গুণী এ শিল্পীর গান নিয়ে রয়েছে ৫০টির বেশি অ্যাপ্লিকেশন। যে অ্যাপগুলো ডাউনলোড করে ইনস্টল করলেই শোনা যাবে প্রিয় শিল্পীর হিট সব গান।
প্লেস্টোরে লতা মঙ্গেশকর লিখে সার্চ দিলে শুরুতেই আসবে তেমনই একটি অ্যাপ লতা মঙ্গেশকর হিট সং। ১৩ মেগাবাইট সাইজের এ অ্যাপটি ইতোমধ্যে ১০ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এ অ্যাপ থেকে একদম বিনামূল্যে গানপ্রেমীরা শুনতে পারবেন প্রিয় শিল্পী লতার প্লেলিস্ট।
আরেকটি অ্যাপ গোল্ডেন কালকশন-লতা মঙ্গেশকর ওল্ড সং, যেখানে একসঙ্গে লতার ২৫০০-এর বেশি গান পাওয়া যাবে। এ অ্যাপ থেকে প্রিয় গানগুলোকে ফেভারিট ফিচারের মাধ্যমে আলাদা করে নিজের মতো প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এ ছাড়া চাইলে সহজেই বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে এ শিল্পীর গান। ৫.৮ মেগাবাইটের এ অ্যাপটি ইতোমধ্যে ৫০ হাজারের বেশি বার ডাউনলোড হয়েছে।
৫০০-এর বেশি ভিডিও গান নিয়ে তৈরি করা হয়েছে অ্যাপ, যে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর। অ্যাপটি সহজেই প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। অ্যাপটির নাম: 500+ Top Lata Mangeshkar Videos।
লতা মঙ্গেশকর-এর সেরা গানের ভিডিও একত্রিত করে অ্যাপটি তৈরি করা হয়েছে। ৯.৬ মেগাবাইটের এ অ্যাপটি ইতোমধ্যে ১ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে।