অনলাইন জুয়ার বিরুদ্ধে নিউজ করে চ্যানেল ২৪ এর সেরা রিপোর্টার হলেন স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান।
এপ্রিল মাসে সারা দেশ ও ঢাকার রিপোর্টারদের প্রচারিত রিপোর্টের মধ্যে মেহেরপুরের অনলাইন জুয়ার নিউজটি নজর কাড়ে চ্যানেল ২৪ কতৃপক্ষের। চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তি ও নির্বাহী পরিচালক তালাত মামুন সেরা রিপোর্টার হিসেবে তাকে নির্বাচিত করেন।
উল্লেখ্য, অনলাইন জুয়ার আদ্যোপান্ত নিয়ে গত ১৫, ১৬, ১৭ এপ্রিল ও ১৮ মে ধারাবাহিক প্রতিবেদন চ্যানেল ২৪ এ প্রচারিত হয়। প্রতিবেদনে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান অনলাইন জুয়ার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন এবং এর নেপথ্যের কারিগরদের সামনে আনেন। প্রতিবেদনটি প্রচারিত হলে নজর কাড়ে সকলের।