মা হতে চলেছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। জীবনের এই বিশেষ সময় উপভোগ করছেন তিনি। তবে এই সময়ে শারীরিক নানা পরিবর্তন হয়। ত্বকেও তার প্রভাব পড়ে। সে কারণে এ সময় ত্বকের যত্ন প্রয়োজন।
আর শুধু ত্বকের যত্ন নিলেই হবে না, খাদ্যাভ্যাসও সঠিক হওয়া প্রয়োজন। তবে অভিনেত্রীও ত্বকের বিশেষ যত্ন নিচ্ছেন। আর কিয়ারা আদভানি এই অন্তঃসত্ত্বা অবস্থায় কীভাবে ত্বকের যত্ন নিচ্ছেন, তা তার ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহ থাকে বেশি। কিয়ারার মতো ঔজ্জ্বল্য চাইলে অন্তঃসত্ত্বাদের এভাবেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।
জেনে নিন আপনার প্রিয় অভিনেত্রীর ত্বক রহস্য।
সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের ক্ষতি করে। যদি সূর্যের রশ্মি আপনার ওপর পড়ে, তবে কালো কালো দাগছোপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কিয়ারা সাধারণত নো মেকআপ লুকই পছন্দ করেন। তাই কাজল, ব্লাশ, মাশকারা এবং হালকা লিপস্টিকে নিজেকে সাজিয়ে বাইরে বের হন অভিনেত্রী।
সূত্র: যুগান্তর