তুমি দিনের শেষে তারার দেশে একটু খুঁজো আমায়,
হঠাৎ আঁধার কালো রাতের শেষে একটু চেয়েও না’হয়।
আমি ক্লান্ত চোখে দেখবো তখন কেম্নে আধাঁর নামে,
কি করে সব কোলাহল হঠাৎ করেই থামে।
আমার চোখে ভীষণ জ্বালা ঝলক দিয়ে ওঠে,
চোখের জল আজ আগুন হয়ে হঠাৎ করেই ছোটে।
তুমি আর পাবেনা আমার নাগল তাই শুধুই চেয়ে থেকো
আমি অঝোর ধারায় ঝরবো যখন, একটু গায়ে মেখো।
আমি ভীষণ রকম সাহস নিয়ে হাসনাহেনা ফুলে
রাত্রি জুড়ে রইবো চেয়ে, তুমি এইতো বুঝি এলে।
আমি তোমায় ছাড়া একলা একা শূন্যতার ক্ষণে
চেনা পথেই পথ হারাবো ভীষণ অভিমানে।
আমি পরিপূর্ণ নাইবা হলাম তবুও পাশে রেখো
যতই আমায় দূরে সরাও তবুও চেয়ে দেখো।
নাহবা তুমি আসলে কাছে, শুধু একটু খোঁজ নিও
আমার অপূর্ণ এই জীবন জুড়ে তুমি ভীষণ রকম প্রিয়।