মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে স্কুলের মূল্যবান কাগজপত্র নিয়ে যায় বহিষ্কৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার সময় আবুল কালাম আজাদ হাতুড়ি রড ও অন্যান্য সরঞ্জামাদি নিয়েই স্কুলের এসে অফিস কক্ষের তালা ভাঙচুর করে স্কুলের মূল্যবান কাগজপাতি ও অন্যান্য জিনিস নিয়ে যায়।
স্কুল কমিটির সভাপতি গোলাম মোস্তফা শান্তি বলেন আমাকে অজ্ঞাত নামা এক ব্যক্তি খবর দিলে আমি দ্রুত স্কুলে এসে দেখে অফিস কক্ষে তালা ভাঙ্গা এবং ভিতরে আবুল কালাম আজাদ ও তার স্ত্রী নার্গিস খাতুন উভয়ে চেয়ারে বসে আছেন। আমি তাদের জিজ্ঞাসা করি অফিসকক্ষে তালা ভাঙ্গা কেন আবুল কালাম আজাদ বলে আমার স্কুলের তালা আমি ভেঙ্গেছি তাতে আপনার কি?
এসময় আমি বলি আপনি তো এখন বহিষ্কৃত প্রধান শিক্ষক আপনি এভাবে অফিস কক্ষের তালা ভাঙ্গতে পারেন না। এ কথা বলায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আবুল কালাম আজাদ।
এ সময় আমি হতভঙ্গ হইয়া আইনের সহায়তা চেয়ে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ করি।